[E] অতি সংক্ষিপ্ত প্রশ্ন
[ প্রতিটি প্রশ্নের মান-1}
* Q. 1. সালোকসংশ্লেষ কখন হয়?
(পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1976)
Ans. সালোকসংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়। *
Q.2. কোন্ প্রকার উদ্ভিদ কলায় সালোকসংশ্লেষ সংঘটিত হয় ? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1980)
Ans. সবুজ পাতার মেসোফিল কলায়।
* Q. 3. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1984)
Ans. 20.6%।
* Q.4. সালোকসংশ্লেষ কী জাতীয় প্রক্রিয়া—অপচিতি না উপচিতি? (পঃ মাধ্যমিক 1985)
Ans. উপচিতি।
* Q. 5. বায়ুতে CO2 এবং N2-এর শতকরা ভাগ কত? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1987)
Ans. CO2 = 0.03% এবং N2 = 77.17%।
* Q. 6. কোন্ ধরনের উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1989)
Ans. মৃতজীবী উদ্ভিদ (ঈস্ট, অ্যাগারিকাস ইত্যাদি ছত্রাক), পরজীবী উদ্ভিদ (স্বর্ণলতা) ইত্যাদি, ক্লোরোফিলবিহীন উদ্ভিদ।
* Q. 7. কোন্ প্রকার জীব সালোকসংশ্লেষে অক্ষম? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1990)
Ans. যে সব জীবের দেহে ক্লোরোফিল নেই তারাই সালোকসংশ্লেষে অক্ষম, যেমন—প্রাণী, মৃতজীবী উদ্ভিদ (ঈস্ট), পরজীবী উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি।
* Q. 8. কোন্ মৌলিক উপাদান সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যৌগরূপে সরাসরি গ্রহণ করে
থাকে?(পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1991)
Ans. কার্বন।
* Q.9. নীচের বিক্রিয়াটিকে কী বলে?
H2O সূর্যালোক → H+ + OH
Ans. আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস।
* Q. 10. সাধারণত উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন?
(পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1997)
Ans. উদ্ভিদের মূলে ক্লোরোফিল না থাকায় সালোকসংশ্লেষ হয় না।
** Q. 11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ (শর্করা) অণুর অক্সিজেনের উৎস কী? (পশ্চিমবঙ্গ মাধ্যমিক 1998, ত্রিপুরা 1990)
Ans. কার্বন ডাই-অক্সাইড (CO2)।
* Q. 12. উদ্ভিদের কোন জৈবনিক ক্রিয়ার ফলে পরিবেশে অক্সিজেন নির্গত হয়?
(পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2001)
(Ans. সালোকসংশ্লেষ।
* Q. 13. ক্লোরোফিল অণুতে কোন খনিজ উপাদান থাকে?
(ত্রিপুরা মাধ্যমিক 1995)
Ans. ম্যাগনেসিয়াম (Mg)।
* Q. 14. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কী? (ত্রিপুরা মাধ্যমিক 1997)
Ans. পরিবেশ থেকে শোষিত জল (H2O)।
Q. 15. সালোকসংশ্লেষে কাঁচামাল দুটি কী কী?
Ans. জল (HO) এবং কার্বন ডাই-অক্সাইড (CO2)।
Q. 16. কোন্ উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?
Ans. অর্কিডের বায়বীয় মূলে এবং গুলঞ্চের আত্তীকরণ-মূলে সালোকসংশ্লেষ হয়।
Q. 17. সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কী রূপে খাদ্য জমা হয়?
Ans. শ্বেতসার রূপে।
Q. 18. কোন জৈবিক ক্রিয়ায় সবুজ উদ্ভিদের খাদ্য সংশ্লেষ হয়?
Ans. সালোকসংশ্লেষ।
Q. 19. উদ্ভিদের কোন জৈবিক ক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?
Ans. সালোকসংশ্লেষ।
Q. 20. কোন প্রকার জীব সালোকসংশ্লেষে সক্ষম?
Ans. যে সব জীবের দেহে ক্লোরোফিল আছে, তারাই সালোকসংশ্লেষে সক্ষম, যেমন—সবুজ উদ্ভিদ।
★ Q. 21. কোন প্রকার প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম?
Ans. ক্লোরোফিলযুক্ত প্রাণী, যেমন—ইউগ্লিনা, ক্রাইস্যামিবা।
Q. 22. উদ্ভিদের সালোকসংশ্লেষকারী অঙ্গ কোনটি?
Ans. পাতা।
.Q. 23. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কী শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয়?
Ans. স্থৈতিক শক্তি রূপে।
Q. 24. প্রতি গ্রাম অণু গ্লুকোজে কত ক্যালোরি সৌরশক্তি আবদ্ধ থাকে?
Ans. 686 কিলো ক্যালোরি (Kcal)।
Q. 25. ADP-র পুরো নাম কী?
Ans. অ্যাডিনোসিন ডাই-ফসফেট।
Q. 26. ATP-র পুরো নাম কী?
Ans. অ্যাডিনোসিন ট্রাই-ফসফেট।
27. সালোকসংশ্লেষকালে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন্ যৌগে,
আবদ্ধ হয়?
Ans. ATP অণুর মধ্যে।
Q. 28. NADP-র পুরো নাম কী?
Ans. নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট।
XQ. 29. NADPH কী?
Ans. বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট।
x Q30. হিল বিকারক কোন পদার্থ?
Ans. NADP
XQ31. RuDP-র পুরো নাম কী?
Ans. রিবিউলোজ ডাই-ফসফেট।
Q. 32. PGA-র পুরো নাম কী?
Ans. ফসফোগ্লিসারিক অ্যাসিড।
Q. 33. সালোকসংশ্লেষে অঙ্গার আত্তীকরণ কখন ঘটে?
Ans. অন্ধকার দশায়।
Q.34. পৃথিবীর যাবতীয় শ্বেতসার জাতীয় পদার্থে কার্বনের উৎস কী?
Ans. কার্বন ডাই-অক্সাইড।
Q. 35. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি?
Ans. ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)।
Q. 36. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোন্ উপাদান সূর্যালোক শোষণে সক্ষম?
Ans. ক্লোরোফিল।
Q. 37. শক্তির মূল উৎস কী?
Ans, সূর্য বা সৌরশক্তি।
Q, 38. উদ্ভিদের কোন্ জৈবিক ক্রিয়ায় বায়ুমণ্ডলের CO2 গ্যাসের পরিমাণ হ্রাস পায় এবং
O2 এর পরিমাণ বৃদ্ধি পায়?
(পশ্চিমবঙ্গ মাধ্যমিক 2003)
Ans. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।
Q. 39. সালোকসংশ্লেষ কীরূপ বিপাক ক্রিয়া?
Ans. উপচিতিমূলক।
Q. 40. সালোকসংশ্লেষের বিপরীত জৈবিক প্রক্রিয়াটি কী?
Ans. শ্বসন।
Q. 41. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী জাতীয় খাদ্য উৎপন্ন হয়?
Ans. সরল শর্করা জাতীয় খাদ্য।
Q.42. ক্লোরোফিল সূর্যালোকের কোন্ কণা শোষণ করে?
Ans. ফোটন বা কোয়ান্টাম কণা।
Q. 43. ফোটন কী?
Ans. সূর্যালোকের যে তেজোময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে উত্তেজিত করে তাকে ফোটন
বলে।
44. সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি কো-এনজাইমের নাম কী কী?
Ans. NADP RADPI
. Q. 45. সবুজ উদ্ভিদে দিনের বেলায় CO2 গ্যাস সৃষ্টি হয় কী?
Ans. হয়, কারণ সবুজ উদ্ভিদ দিনের বেলায়ও শ্বসন ক্রিয়া চালায়।
Q. 46. সালোকসংশ্লেষে সাহায্যকারী অঙ্গাণু কোন্টি?
Ans. ক্লোরোপ্লাস্ট।
.Q.47. পরাশ্রয়ী উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য কোথা থেকে এবং কিভাবে জল গ্রহণ করে?
Ans. পরাশ্রয়ী উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে বায়বীয় মূলের আবরণীর (ভেলামেন) সাহায্যে জলীয় বাষ্প শোষণ করে।
Q.48. সালোকসংশ্লেষীয় রঞ্জক কোনটি?
Ans. ক্লোরোফিল।
Q. 49. ক্লোরোফিলের মৌলিক উপাদানগুলি কী কী?
Ans. ক্লোরোফিলের মৌলিক উপদানগুলি হল – কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), নাইট্রোজেন (N) এবং ম্যাগনেসিয়াম (Mg) |
Q. 50. শ্বেতসার বা গ্লুকোজের মৌলিক উপাদানগুলি কী কী?
Ans. শ্বেতসার বা গ্লুকোজের মৌলিক উপাদানগুলি হল—কার্বন, হাইড্রোজেন
Q. 51. মূখ্যত কোন্ মৌলিক উপাদানের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয় এবং
কোন লক্ষণ প্রকাশ পায় ?
Ans. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল বিনষ্ট হয়, অংশ হলুদ হয়ে যায় অর্থাৎ ক্লোরোসিস্-এর লক্ষণ প্রকাশ পায়।
Q. 52. কোন্ প্রকার উদ্ভিদে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
Ans. ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবালে।
Q. 53. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রাহক পদার্থ কোনটি?
Ans. NADP |
Q54. সূর্যালোকের কোন্ রঙে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি অধিক কার্যক্রম?
Ans. সূর্যালোকের লাল রঙে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি অধিক কার্যক্রম।
Q. 55. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন দশায় কার্বন ডাই-অক্সাইড গ্যাস-এর প্রয়োজন হয়?
Ans. অন্ধকার দশায়।